Friday, April 19, 2024
বাড়িরাজ্যপরিক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় আক্রান্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, প্রতিবাদে রাস্তা অবরোধ

পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় আক্রান্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, প্রতিবাদে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর দুষ্কৃতিদের হামলা। ঘটনা বিশালগড়ের অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধ পরীক্ষার্থীদের। জানা যায়, শুক্রবার ছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের পরীক্ষা।

অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বের হলে কিছু দুষ্কৃতি কয়েকজন পরীক্ষার্থীকে মারধর করে। এবং আগামিতে এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে না আসার জন্য হুমকি দিতে থাকে।এতে আহত হয় কয়েকজন পরীক্ষার্থী। আহতদের নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধে সামিল হয় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে। বিশালগড় থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা জানায় পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর তাদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তারা চিহ্নতে পেরেছে বলে জানায়। চুনোপুটি লেজুড়দের মধ্যে একজনের নাম শৈবাল, বাড়ি নেতাজি নগর।  আরেকজনের নাম পার্থ রায়,  বাড়ি কর্মকার টিলা, ৬ নম্বর ওয়ার্ডে। নির্যাতিত ছাত্ররা বাধ্য হয়ে প্রথমে পথ অবরোধ করে। এরপর ঘেরাও করে বিশালগড় থানা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য