Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যমন্ত্রিসভার সদস্য হচ্ছেন না মথার কেউ

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন না মথার কেউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : গত কয়েকদিন ধরেই রাজ্যের রাজনৈতিক মহল সহ সব মহলেই গুঞ্জন চলছিল তিপরা মথা মন্ত্রি সভায় যোগ দিচ্ছে। শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই জল্পনা কল্পনায় জল ঢেলে দেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন উপজাতিদের সমস্যাগুলি সাংবিধানিক উপায়ে সমাধানের জন্য যতদিন পর্যন্ত বাস্তবসম্মত পদক্ষেপ গৃহীত না হবে ততদিন পর্যন্ত তারা কোনভাবেই মন্ত্রিসভায় শামিল হবে না। দল তাদের প্রভাবস্থায় অনর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তারা রাজ্যের প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রদ্যুৎ বাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পদ্ধতি সুর জানান সরকারের গঠনমূলক কাজকে দল সবসময়ই সমর্থন জানাবে এবং কোন ধরনের অনিয়ম কিংবা জনস্বার্থ বিরোধী কাজ করার চেষ্টা করলে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে সরকারের কাছে জবাব দেওয়া হবে। সর্বোপরি রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করবে দল। কংগ্রেস ও সিপিআইএম দলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে এক সুরে সুর মিলিয়ে বিধানসভার ভিতরে এবং বাইরে কথা বলতেও তারা প্রস্তুত বলে জানিয়েছেন। এবারের নির্বাচনে বিরোধী দলের পরাজয়ের সম্পর্কে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন সব দলেরই অভ্যন্তরীণ কিছু বিষয় থাকে। টেপর মাথার জন্যই বিরোধীরা শাসকদলকে পরাজিত করতে পারেনি সেই প্রশ্নের জবাবে প্রদ্যুৎ কিশোর বলেন উপজাতি সংরক্ষিত ব্যাস কয়েকটি আসনে কেন মথার পরাজয় ঘটেছে তা স্পষ্ট হয়ে উঠেছে। পরোক্ষ তিনি বাগমা, শান্তির বাজার ,ছামনু, মনু এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে মথার পরাজয়ের জন্য অন্যান্য বিরোধী দলগুলিকেই  তিনি দায়ী করেছেন। মাথা যদি জিতেন্দ্র চৌধুরীকে সমর্থন না জানাতো তাহলে কি ঘটতো সেই প্রশ্নও তিনি তুলে ধরেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য