Thursday, March 28, 2024
বাড়িরাজ্য৪১ তম বইমেলা শুরু হবে ২৪ মার্চ

৪১ তম বইমেলা শুরু হবে ২৪ মার্চ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : আগামী ২৪ মার্চ থেকে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪১ তম আগরতলা বই মেলা শুরু হবে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে বই মেলা। শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রেসেইন, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি চক্রবর্তী, অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। পরিচালন কমিটির সভায় বিভিন্ন প্রকাশক সংস্থা সহ প্রশাসনিক আধিকারিকেরা অংশ নেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন বই মেলার পরিবেশকে সুশৃঙ্খল রাখতে হবে। এই ক্ষেত্রে দায়িত্ব কেবল বিভিন্ন দপ্তর গুলির নয়। সাধারণকেও এগিয়ে আসতে হবে। বই মেলাকে কেন্দ্র করে ১৭ টি পুরস্কার প্রদান করা হবে। তার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। যে কোন অনুষ্ঠানের আগে প্রস্তুতি বৈঠক অত্যন্ত জরুরী। বৈঠক থেকে সর্ব সম্মতি ক্রমে গৃহীত সিদ্ধান্ত গুলিকে সকলকে মান্যতা দেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রভবন, শিশু উদ্যান, উমাকান্ত স্কুল প্রাঙ্গণ হয়ে এখন বই মেলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছে। মাথায় রাখতে হবে এবারের বই মেলায় জি-২০ প্রতিনিধিরা যুক্ত হবেন। বিদেশ থেকে তারা আসবেন রাজ্যে। আগামী ৩ মার্চ বই মেলা ঘুরে দেখবেন। তাই বই মেলার থিম সেই দিকে দৃষ্টি রেখেই করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। আগরতলা বইমেলা বিগত দিনের মতোই এবারও ঐতিহাসিক রূপ দিতে চাইছে উদ্যোক্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য