স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : মাধ্যমিক পরিক্ষা শুরু হওয়ার প্রাক মুহূর্তে রাস্তা সংস্কারের কাজ ঘিরে যানজট মেলাঘর দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার এলাকা। পরিক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছল ২০ থেকে ২৫ জন ছাত্র-ছাত্রী। পরবর্তী সময় ছাত্র-ছাত্রীরা বেকাদায় পড়ে।
খুব কম সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হয়েছে। অভিভাবকদের অভিযোগ এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ও মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে পৌঁছাতে বিলম্ব হয়। এদিন মাধ্যমিক টার্ম ওয়ানের বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা হলে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে বহু ছাত্র-ছাত্রী কান্নায় ভেঙে পড়ে। এ বিষয়ে আগরতলা পুত দপ্তর সাব ডিভিশনাল আধিকারিকদের কাছে জানতে চাইলে তারা জানান, পরিক্ষা আছে বলে তারা অবগত ছিলেন না।
বিষয়টি যদি তারা জানত তাহলে পরীক্ষার সময় এ ধরনের কাজে হাত লাগাতেন না। অভিবাবকদের দাবি ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট মহলের দায়িত্ব ছিল রবিবারের এ ধরনের কাজ হাত লাগানোর। নয়তো দুপুর বারোটার পর কাজে হাত লাগানোর প্রয়োজন ছিল। কিন্তু পরীক্ষার সময় কাজে হাত লাগানোর ফলে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বিপদে পড়ে। অভিবাবকদের প্রশ্ন ছাত্র-ছাত্রীদের যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়টা কি দপ্তরের আধিকারিকরা ফিরিয়ে দিতে পারবে ? দপ্তরে আধিকারিকদের এ ধরনের গাফিলতিতে ক্ষোভ বিস্তার হয় গোটা মেলাঘরে। পরবর্তী সময় মেলাঘর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে যানজট এড়াতে হিমশিম খায়। এলাকায় ছিল না ট্রাফিক দপ্তরে কর্মী বলে অভিযোগ। এদিন প্রশ্ন উঠে দপ্তরের কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে।