Saturday, March 15, 2025
বাড়িরাজ্যশুরু হলো মাধ্যমিক পরীক্ষা

শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ :  বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা থেকে শুরু হওয়ার পর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এদিন তিনি আগরতলা কৃষ্ণনগর স্থিত বিজয় কুমার গার্লস স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বিস্তারিত জানান পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। তিনি জানান এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ১৩০ জন।

এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্রীর সংখ্যা ২০ হাজার ১৯০ জন। একজন বৃহন্নলাল। ১,০৯২ টি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসছে। তাদের এদিন ৭৭ টি কেন্দ্রে পরীক্ষা চলছে। ১৬২ টি ভেন্যুতে হচ্ছে পরীক্ষা। মাদ্রাসা আলিমের নথিভুক্ত রয়েছে ১২১ জন ছাত্রছাত্রী। সাতটি মাদ্রাসা ছাত্র-ছাত্রী পাঁচটি কেন্দ্রের ছয়টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৮ এপ্রিল। পর্ষদ সভাপতি আরো বলেন, প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রথমদিন কোন অভিযোগ নেই। ছাত্র-ছাত্রীরা অত্যন্ত মনোযোগের সাথে পরীক্ষা দিচ্ছে। ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করলেন পর্ষদ সভাপতি। কিন্তু তিনি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দুঃখ প্রকাশ করেন। বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে কাঞ্চনপুর ভেন্যুতে বিদ্যুৎ সমস্যা হয়েছে। মোমবাতি দিয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এই ধরনের ঘটনার সাক্ষী যাতে ছাত্রছাত্রীরা আগামী দিন না হতে হয় তার জন্য লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য