Monday, March 17, 2025
বাড়িরাজ্যনির্বাচনোত্তর সন্ত্রাসে আক্রান্ত তিন শাসক দলের কর্মী

নির্বাচনোত্তর সন্ত্রাসে আক্রান্ত তিন শাসক দলের কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ :  বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর ভারতচন্দ্র নগর এলাকায় বুধবার রাতে তিনজন বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা চালায় সি পি আই এম আশ্রিত দুষ্কৃতীরা। এতে গুরুতর ভাবে আহত হয় এক বিজেপি কর্মী। অপর দুই বিজেপি কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা।

আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর ভাবে আহত অপর বিজেপি কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহত বিজেপি কর্মীরা হলেন ৮ নং বুথের যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ, বুথের সহ-সভাপতি শান্তি সরকার এবং উত্তর ভারতচন্দ্র নগর বাজার কমিটির সম্পাদক প্রেমতোষ ভৌমিক। এইদিকে ঘটনার খবর পেয়ে রাতেই স্থানীয় বিজেপি নেতৃত্বরা হাসপাতালে ছুটে যান। স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান উত্তর ভারতচন্দ্র নগর এলাকাটি শান্তিপ্রিয় এলাকা হিসাবে পরিচিত। এই এলাকায় ইতিপূর্বে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু বুধবার রাতে তিন বিজেপি কর্মী কালানঢেপা ঠাকুরের উৎসব থেকে বাড়িতে ফিরে আসার সময় সিপিআইএম কর্মী চিরঞ্জিত সেন, প্রসেনজিৎ সেন এবং স্বপন সেন তাদের উপর প্রাণঘাতী হামলা চালায়। ঘটনার বিষয়ে রাতেই পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান স্থানীয় বিজেপি নেতৃত্বরা। ঘটনার পর এলাকায় পরিস্থিতি থমথমে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য