স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : পূর্ব ঘোষণা অনুযায়ী বিধানসভার লোভীতে শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিজেপির ৩০ জন বিধায়ক ও বিধায়িকা সহ কংগ্রেসের দুজন বিধায়ক এদিন শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার সকাল ১১ টা সময় বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব শুরু হয়। শপথ গ্রহণের আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
একে একে শপথ নেন বিজেপি ও কংগ্রেসের বিধায়কেরা। শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার বিনয়ভূষণ দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যে জনপ্রতিনিধিরা এদিন শপথ গ্রহণ করেছেন তারা সকলে আগামী দিনে দেশের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বিশেষ করে মানুষের জন্য কাজ করতে হবে প্রত্যেক জনপ্রতিনিধিদের। যাতে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা যায় তার জন্য বিদ্বেষ মূলক কোনো মন্তব্য না করা আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন জাতি জনজাতি সকলে সম্মিলিতভাবে যাতে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সকলে যাতে সহযোগিতা করেন।
গণদেবতার আশীর্বাদ নিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী তার নতুন স্লোগানকে আরো একবার উল্লেখ করে বলেন লক্ষ্য উন্নত ত্রিপুরা। এর জন্য নিরলস ভাবে কাজ করবেন বলে জনগণের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে গুরুত্ব দিতে হবে। কারণ নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। এখন ত্রিপুরাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেখাবেন শ্রী সিনহা। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।