স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : বন্যহাতির তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকার মানুষ। রাতের আধারে হাতি তাণ্ডব চালিয়ে মানুষের বাড়ি ঘর, জমি সহ বিভিন্ন সম্পদ নষ্ট করছে। বনদপ্তরের তেমন কোনো তৎপরতা না থাকায় বন্যহাতির তাণ্ডব অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।
তাতে আতঙ্কগ্রস্ত চাকমাঘাট বাসী। অবশেষে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে চাকমাঘাট ডি এম কলোনি সহ বিস্তৃত এলাকার মানুষ তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বসে। দীর্ঘক্ষন চলে পথ অবরোধ। অবরোধকারীরা জানায় দীর্ঘদিন ধরে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। রাতের বেলা ঘুমাতেও পারছে না গ্রামবাসী। উন্মুক্ত হাতির দল বাড়িঘর ভাঙচুর করছে এবং মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। চাকমাঘাট, বড়টিলা, কপালিটিলা, বালুচড়া এলাকাবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাতির তাণ্ডবে। হাতেগোনা কয়েকজন বনকর্মী দিয়ে হাতি তাড়ানো সম্ভব হচ্ছে না। বিষয়টি আধিকারিক মহল পর্যন্ত জানানো হলেও এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাই অবরোধ করতে বাধ্য হয়েছে বলে জানায় অবরোধকারীরা। পরবর্তী সময় প্রশাসনিক আধিকারিকরা ছুটে এসে আশ্বাস দিয়ে অবরোধ মুক্ত করে।