Saturday, February 15, 2025
বাড়িরাজ্যশূন্যপদ পূরণের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত : বিজেপি

শূন্যপদ পূরণের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : মিস কলে চাকরি এবং বছরে ৫০ হাজার চাকুরির ব্যাখ্যা দিতে না পারলেও, গত একমাস ধরে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য শূন্যপদ সৃষ্টি হয়েছে এবং নিয়োগের জন্য সরকার মন্ত্রী সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে যুগান্তকারী সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দিল প্রদেশ বিজেপি।

বৃহস্পতিবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, রাজ্যে গত একমাস ধরে সরকার বিভিন্ন শূন্যপদ সৃষ্টি করে এবং এইগুলো পূরণ করার জন্য ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ করছে। এটা একটা জনদরদি সরকারের দায়বদ্ধতা বলে জানান তিনি। ২০১৮ সালের আগে বহু শূন্যপদ পূরণে ব্যাপক অনিয়ম হয়েছে। কোর্টে এগুলির মামলা চলছে। কিন্তু বর্তমান সরকার গত সাড়ে তিন বছরে এমন কোন নিয়োগ করেনি যে পরবর্তী সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। স্বচ্ছতার মাধ্যমে সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে। গত একমাসে ২২০০ অধিক শূন্যপদ সৃষ্টি করেছে। এবং এগুলি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এটা নিয়ে রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএম বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের বিভ্রান্ত প্রচারের প্রতিফলন গত একমাস ধরে রাজ্যের দেখা যাচ্ছে।

তাতে অবশ্যই প্রশ্ন উঠছে সিপিআইএমের বাস্তব জ্ঞান আছে কিনা। বিজেপি মনে করে বেকারদের মানসিকতার উপর আঘাত আনার জন্য সিপিআইএম চক্রান্ত করছে। সি পি আই এম-এর চক্রান্তের তীব্র বিরোধিতা জানায় বিজেপি। এবং রাজ্য মন্ত্রিসভার এবং মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের জন্য বিজেপি’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বলে জানান তিনি। পাশাপাশি বেকারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন বিরোধীদের বিভ্রান্তের ফাঁদে পা না দিয়ে নিজের ভবিষ্যৎ যাতে প্রতিষ্ঠিত করে তার জন্য আহ্বান জানান। আগামী ২০২৩ -এর বিধানসভা নির্বাচনে বিজেপি মানুষের কাছে বিগত দিনের রিপোর্ট কার্ড নিয়ে যাবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য