Saturday, February 15, 2025
বাড়িরাজ্যরোগীর পরিজনদের সাথে নিরাপত্তাকর্মীদের হাতাহাতি আই জি এম হাসপাতালে

রোগীর পরিজনদের সাথে নিরাপত্তাকর্মীদের হাতাহাতি আই জি এম হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : নিরাপত্তা কর্মীদের যন্ত্রণায় অতিষ্ঠ দ্বিতীয় রেফারেল হাসপাতালের রোগী এবং রোগীর পরিজনেরা। একাধিকবার অভিযোগ উঠার পরও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আই জি এম হাসপাতালে রোগীর আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সাথে হাতাহাতি ঘটনা ঘটলো বুধবার।

বেসরকারি নিরাপত্তা রক্ষীরা রোগীর আত্মীয়কে ওয়ার্ড পর্যন্ত জাওয়ার অনুমতি দেয়নি বলে অভিযোগ। তাঁদের আরও অভিযোগ বৈধ অনুমতি পত্র থাকার পরেও প্রবেশের ক্ষেত্রে বাঁধা দেওয়া হয়। অন্য রোগীর আত্মীয়দের ভেতরে প্রবেশ করতে দিলেও তাঁদের কেন দেওয়া হচ্ছে না এই নিয়ে প্রশ্ন করতেই ঝামেলায় জড়ায় রোগীর আত্মীয় ও বেসরকারি নিরাপত্তারক্ষী। জানা গেছে বেলাবরের বাসিন্দা শম্পা দাস দত্ত প্রসব বেদনা নিয়ে ১৯ ডিসেম্বর ভর্তি হন। সেদিনই সিজার হয় তার। এরপর বুধবার খাবার নিয়ে প্রবেশ করতে গেলে এই জটিলতা দেখা দেয়। অন্যদিকে বেসরকারি নিরাপত্তারক্ষীদের  বক্তব্য রোগীর আত্মীয়দের বার বার বলার পরেও নীচে নেমে আসেনি। একজন রোগীর সঙ্গে তিন জন আত্মীয় থাকার অনুমতি নেই। এর উপর এদিন ওয়ার্ডে ভীর ছিল বেশী। তাই তাদের সকলকে প্রবেশ করতে না দেওয়ায় দুর্বব্যবহার করে আত্মীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য