স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে এবং এন সি এস টি সি- ও -ডি এস টি সি-র সহায়তায় বুধবার রাজধানীর সুকান্ত একাডেমীতে জাতীয় গণিত দিবস উদযাপন করা হয়। মূলত শ্রীনিবাস রামানুজের জন্ম দিনটিকে জাতীয় গণিত দিবস হিসাবে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের সচিব বি কে শাহু, ইসরোর বিজ্ঞানী জয়ন্ত জোশী, গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমার সহ অন্যান্যরা। গণিতের ক্ষেত্রে রামানুজমের অবদান সকলের জানা। কিন্তু এই গণিতকে আরও সহজতর করে ভীতি দূর করার ক্ষেত্রে সুপার ৩০ বিশেষভাবে জন প্রিয় হয়েছে। ত্রিপুরা সরকার এই সুপার ৩০ পোগ্রাম করার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। এর জন্য সব চাইতে বেশী প্রয়োজন দক্ষ শিক্ষক। যারা শিশুদের অঙ্ক শেখানোর জন্য সমগ্র জীবন দিতে পারেন বলে জানান গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমার। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়।