Friday, February 7, 2025
বাড়িরাজ্যবামেদের কর্মসূচি ঘিরে লিফলেট বিতরণ

বামেদের কর্মসূচি ঘিরে লিফলেট বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : রাজ্যের কৃষক জমি আপুর ক্ষেতমজুরদের জীবন-জীবিকার রক্ষা এবং জনজাতি সাংবিধানিক অধিকার আদায়ে ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর আগরতলা শহরে বড় সমাবেশ সংঘটিত করা হবে।

সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্য খেতমজুর ইউনিয়ন যৌথভাবে কৃষকদের স্বার্থে এই সমাবেশ সংঘটিত করবে। সমাবেশে দাবিগুলি মূলত সরকারিভাবে সার এবং কীটনাশকের পর্যাপ্ত ব্যবস্থা করা, জলসেচের মেশিন গুলো সচল করা, কৃষি দপ্তর এবং উদ্যান দপ্তরের প্রয়োজনীয় আধিকারিক কর্মী নিয়োগ করা, অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা। আর এই সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে বুধবার আগরতলা শহরে সিটি সেন্টারের সামনে লিফলেট বিতরণ করা হয় যানচালক, দোকানি ও পথচারীদের মধ্যে। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা। সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানান, বর্তমানে রাজ্যের কৃষকদের সবচেয়ে বেশি করুন অবস্থা চলছে। সরকারিভাবে বীজ, সার পাচ্ছে না কৃষকরা। সরকারি গুদামে সার নেই। সেচের মেশিন ৭৫ শতাংশ অচল।

 অকাল বর্ষণে কৃষকরা সাহায্য পাচ্ছে না। যদিও কৃষকদের জন্য সাহায্যের ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই সাহায্য কবে পাবে তার কোন ঠিকানা নেই। প্রায় এক লক্ষ রাবার চাষি রাজ্যে থাকার পরও গত সাড়ে তিন বছরে একটি রাবার বাগান রাজ্য গড়ে উঠেনি। আর সরকার এক গাড়ি ফল বিদেশে পাঠিয়ে বলছে রাজ্যের ফল বিদেশে পাঠানো হচ্ছে। সবটাই সরকারের ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়। তাই বিক্ষোভে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন আগামী ২৪ ডিসেম্বর সমাবেশে উপস্থিত থাকবেন সংযুক্ত কিষান মোর্চার সদস্য অশোক দেওয়ান এবং বিরোধী দলনেতা মানিক সরকার। আর এই কর্মসূচি ঘিরে সারা রাজ্যে চলছে ব্যাপক প্রস্তুতি বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য