Monday, March 17, 2025
বাড়িরাজ্যহাসপাতালে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী

হাসপাতালে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : সরকারি চাকরিজীবী বলে কথা! মনুষ্যত্ব বলে যেতে বসেছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা! অবশেষে সাব্রুম মহকুমার বৈষ্ণবপুর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল এলাকার জনগণ। ঘটনার বিবরণে জানা যায় বৈষ্ণবপুর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের দায়িত্বে রয়েছেন ডাক্তার বিমল কান্তি ত্রিপুরা ও জ্যাকসন ত্রিপুরা। শনিবার সন্ধ্যায় বৈষ্ণবপুর এলাকার এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় সেই ব্যক্তিকে বৈষ্ণবপুর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে নিয়ে যায়।

কিন্ত সেখানে যাওয়ার পর এলাকাবাসী দেখতে পায় ডাক্তার বিমল কান্তি ত্রিপুরা হাসপাতালে নেই। অভিযোগ তিনি এম্বুলেন্স নিয়ে ঘুরতে বেরিয়ে গেছেন। হাসপাতালে একজন সেবিকা ও একজন সুইপার রয়েছে। বাধ্য হয়ে চিকিৎসার জন্য এলাকাবাসী আহত ব্যক্তিকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাত ৭ টায় বৈষ্ণবপুর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। শনিবারের পর রবিবার সকাল থেকে এলাকাবাসী হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকাবাসী জানান বৈষ্ণবপুর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে যে চিকিৎসকরা রয়েছে তারা সঠিক ভাবে পরিষেবা প্রদান করে না। হাসপাতালে এম্বুলেন্স থাকলেও তার কোন সুবিধা এলাকার লোকজন পায় না। সময়ে এম্বুলেন্স থাকলেও ড্রাইভার থাকে না। কোন কোন সময় এম্বুলেন্সে তেল থাকে না। অথচ চিকিৎসক ব্যক্তিগত কাজে এই এম্বুলেন্স ব্যবহার করে। এলাকাবাসীর দাবি হাসপাতালে একজন অভিজ্ঞ চিকিৎসক প্রদান করা হোক। যাতে করে এলাকার মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা পেতে পারে। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য