Friday, March 21, 2025
বাড়িরাজ্যএই জয় মজলিশপুরের সকল গণদেবতার জয় : মন্ত্রী সুশান্ত চৌধুরী

এই জয় মজলিশপুরের সকল গণদেবতার জয় : মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয় উপলক্ষে আজ জিরানিয়া মহকুমা শাসকের অফিস সংলগ্ন ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানে বিজয় মিছিল শেষে  মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এই উপলক্ষে মহকুমা শাসকের অফিস সংলগ্ন মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আগে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে সুবিশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে জিরানিয়ার মহকুমা শাসকের অফিস সংলগ্ন মাঠে এসে পৌঁছায় । আজকের এই বিজয় মিছিলে আগত দলীয় কর্মী সমর্থক ও কার্যকর্তাদের সম্বোধন করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এখানে আগত  সকল মা-ভাই-বোন-বন্ধুদের হৃদয়ের অন্তঃস্তল থেকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা!  আপনারা যাঁরা আমাকে ভোট দিয়ে মজলিশপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমার সহযোদ্ধা যুব মোর্চার ভাইদের এবং মহিলা মোর্চার বোনেদেরকেও জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ!

আমি বিশ্বাস করি, এই জয় একা আমার জয় নয়, কেবল ভারতীয় জনতা পার্টিরই জয় নয়, এই জয় আপনাদের প্রত্যেকের! এই জয় মজলিশপুরের সকল গণদেবতার জয়! সেইসঙ্গে সমগ্র ত্রিপুরা ও গণতন্ত্রপ্রিয় সকল ভারতবাসীর জয়! আসমুদ্র হিমাচলব্যাপী ভারতবর্ষকে তার অতীত গৌরব ফিরিয়ে দিয়েছেন যিনি, জগৎসভায় আধুনিক ভারতকে শ্রেষ্ঠ আসনে আসীন করতে বদ্ধপরিকর যিনি, সেই জনগণমন-অধিনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজির জয়! ঐক্যবদ্ধ ভারত গঠনের কাণ্ডারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির জয়! ত্রিপুরার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহার জয়!  

আজ আপনাদের মুখোমুখি হয়ে আমি আবেগতাড়িত, অভিভূত হয়ে পড়ছি। আপনাদের যে ভালোবাসা ও বিশ্বাস আমাকে এই নির্বাচনে জয়ী করেছে, সেই ভালোবাসা ও বিশ্বাসের উপযুক্ত যেন আমি হতে পারি।   সেই ভরসার মর্যাদা রাখতে বিধায়ক হিসেবে ১০ মজলিশপুর বিধানসভার জন্য এবং একই সঙ্গে মন্ত্রী হিসেবে সারা রাজ্যের জনগণের জন্য আমি আপ্রাণ কাজ করে যেতে চাই।

যে কাজ করে না, তার ভুল ত্রুটি হয় না। যে কাজ করে, তার ভুল-ত্রুটি হয়। তিনি আরো বলেন, আপনাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, কোথাও, কখনও কোনো ভুলচুক হয়ে গেলে আপনারা সঙ্গে সঙ্গে আমার ত্রুটি ধরিয়ে দেবেন। এই অধিকার ভারতের সংবিধান আপনাদের দিয়েছে। আপনাদের সেবাতেই নিবেদিত আমার এই সামান্য জীবন!

মনে রাখবেন, কোনো নির্বাচনী জয়, কোনো বিধায়কের পদ, কোনো মন্ত্রীত্ব মজলিশপুরের সাধারণ মানুষের থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমি আপনাদেরই ছিলাম, আছি থাকব! আজ, এখন থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত আমি আপনাদের জন্য কাজ করে যাব। ‘সবকা সাথ— সবকা বিকাশ— সবকা বিসওয়াস’— এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমি নিরলস কাজ করে যাব। আপনারা সঙ্গে থাকুন। উন্নততর মজলিশপুর তথা উন্নততর ত্রিপুরা নির্মাণের যে মহাযজ্ঞে আমরা ব্রতী হয়েছি, আপনাদের সকলের সহযোগিতাতেই একমাত্র সেই যজ্ঞ সাফল্যমণ্ডিত হবে! 

 আজকের এই সংবর্ধনা জ্ঞাপন  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ভারতীয় জনতা যুব মোর্চার সদর গ্রামীণ জেলার সভাপতি সুমন দাস,জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস,রানীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানিয়া ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান শোভামণি দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য