স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : ২৮ নভেম্বর পুর ও নগর নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৮ ডিসেম্বর শপথ নেন আগরতলা পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলররা। কিন্তু সংবর্ধনা এখনো শেষ হয়নি। এদিন ঢাকঢোল বাজিয়ে আগরতলা পুর নিগম সাফাই কর্মী সংঘের উদ্যোগে বুধবার টাউন হলে আগরতলা পুর নিগমের নব নির্বাচিত মেয়র, ডেপুটি মেয়র ও সকল পারিষদদের অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার , ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সকল পারিষদদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাফাই কর্মীদের বিশাল ভূমিকা আছে। সরকার ও নব নির্বাচিত পুর নিগমের পারিষদরা সাফাই কর্মীদের সঙ্গে রয়েছে। নব নির্বাচিত মেয়রের সঙ্গে মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। তাই সরকার, মুখ্যমন্ত্রী ও মেয়রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বর্তমান সরকার চার বছর কার্যকাল সম্পন্ন করতে চলেছে। তার মধ্যে দুই বছর কোভীডের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে । সেই সময় মানুষের পাশে ছিল সরকার। আর তার প্রতিফলন ঘটেছে পুর ও নগরের নির্বাচনে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে এই সংবর্ধনা আগামী আরো কিছু দিন চলবে বলে বিভিন্ন মহলের ধারণা।