স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : সম্প্রতি রাজ্যে অরুন ভৌমিক নামে এক ব্যক্তি টি এস ই সি এল-র চাকুরী ও ভেন্ডার নিয়ে অভিযোগ তোলেন। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন তিনি। মঙ্গলবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে স্পষ্টীকরণ দেয় টি এস ই সি এল।
সাংবাদিক সম্মেলনে ছিলেন টি এস ই সি এল-র এম ডি ডা মুরহারি এস কেলে সহ অন্যান্য আধিকারিকেরা। ডাইরেক্টর ট্যাকনিক্যাল জানান অরুন ভৌমিক টি এস ই সি এল-র কোন কর্মী নয়। তিনি একটি কোম্পানীর হয়ে কাজ করেন। বর্তমানে সেই কোম্পানীর প্রাক্তন কর্মী। এই কোম্পানীটি টি এস ই সি এল-র দুটি প্রকল্পের জন্য কাজ করত। অরুন ভৌমিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তাঁকে কোম্পানী তিরুপতিতে বদলী করে। কিন্তু সেই সময় কোম্পানীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও এম ডি –র কাছে অভিযোগ জানায়। পরবর্তী সময়ে তা আবার ক্ষমা চেয়ে প্রত্যাহার করে নেয়। এর থেকে তার মানসিকতা স্পষ্ট। এই ব্যক্তি ভেন্ডারের কাছ থেকে টাকা তুলত। টেন্ডার নিয়ে ওঠা অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।