স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর ডাক্তার মানিক সাহা শনিবার দিল্লি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুমূ সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎ করেন।
পুষ্পস্তবক এবং ত্রিপুরার কারুকার্য মুখ্যমন্ত্রী এদিন রাষ্ট্রপতির হাতে তুলে দেন। ত্রিপুরার উন্নয়ন নিয়ে রাষ্ট্রপতি সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। যাতে আগামী দিন ত্রিপুরার উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত করা যায়। সে বিষয়ে গুরুত্ব দিয়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী।