Thursday, March 30, 2023
বাড়িরাজ্যবিজয় মিছিল থেকে বাম ও কংগ্রেসের সংসদীয় দলকে নটঙ্কি বাজ :  রাজীব

বিজয় মিছিল থেকে বাম ও কংগ্রেসের সংসদীয় দলকে নটঙ্কি বাজ :  রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : শুক্রবার রাজ্যের মানুষ বিশালগড়ে নটঙ্কি বাজ দেখেছে। যারা রাঁচির থেকে এসে বলেছিলেন রাজীব ভট্টাচার্যীকে রাচি পাঠানোর দরকার, আজকে সেই পাগল ছাগল ত্রিপুরা রাজ্যে এসে বিশালগড়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দোকানপাট দেখতে গেছেন। তারা নাটক করার জন্য বিশালগড় গেছেন। মানুষ পশ্চিমবঙ্গ এবং কেরালায় সন্ত্রাস দেখেছে।

২৫ বছর ত্রিপুরা মানুষও রাজ্যে বামফ্রন্টের সন্ত্রাস দেখেছে। এখন তারা ত্রিপুরা রাজ্যে এসে বলছে সন্ত্রাস চলছে। তাদের জায়গা ত্রিপুরা নয়। তাদের পার্মানেন্ট ভাবে রাঁচিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম স্কুলের মাঠ থেকে বিজয় মিছিল শুরু হওয়ার আগে বাম ও কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলকে নিশানা করে এ কথাগুলি বললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী। ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজয় মিছিলে বিজিতা প্রার্থী তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী আরো বলেন, ২৩ বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। এই জয় দেবতুল্য জনগণের জয়। আগামী দিন রাজ্যের উন্নয়ন সংগঠিত করতে লক্ষ্য নিয়ে কাজ করবেন ভারতের জনতা পার্টি। এদিন বিজয় মিছিলটি আশ্রম চৌমুহনী সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে চলে গেরুয়া আবির খেলা। মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা, প্রদেশ বিজেপি মুখোপাধ্যায় নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বিজয় মিছিলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য