স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : ধূমপান ক্যান্সারের কারণ। ক্যান্সার সম্পর্কে সকলকে সচেতন করতে শুক্রবার সকালে সি বি সি সি এবং রেডক্রস সোসাইটি উদ্যোগে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ উদ্যোক্তারা। মেয়র জানান, ক্যান্সারের মতো জটিল রোগ রুখতে সরকার বিভিন্ন জনসচেতন মূলক উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচিতে বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে। এই ধরনের জনসচেতন মূলক উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার প্রতিরোধ করতে সকলে যাতে সচেতন হয়। তিনি আরো বলেন, এইচপিভি সংক্রমণ ৯৫ শতাংশ সার্ভিকাল ক্যান্সারের কারণ। ভ্যাকসিন দিতে এবং সন্তানকে সার্ভিকাল ক্যান্সার থেকে মুক্ত করার জন্য অবহিত করেন।