আগরতলা, ১০ মার্চ (হি. স.) : ত্রিপুরায় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আজ দফতর বন্টন করেছেন মুখ্যমন্ত্রী। নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতরের বন্টনের ক্ষেত্রে পুরনো মন্ত্রিদের দফতরগুলিতে বড়সড় রদবদল করেছেন তিনি। মুখ্য সচিব জে কে সিনহা ওই দফতর বন্টনের বিজ্ঞপ্তি জারি করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত, নগরোন্নয়ন, গ্রামোন্নয়ন এবং তথ্য ও সংস্কৃতি সহ বাকি সমস্ত অবণ্টিত দফতরের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন।
এছাড়া রতন লাল নাথ বিদ্যুত, কৃষি ও কৃষক কল্যাণ এবং নির্বাচন দফতরের দায়িত্ব পেয়েছেন। গত মন্ত্রিসভায় তিনি শিক্ষা, তপশীলি জাতি কল্যাণ, আইন এবং সংসদ বিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন। নতুন মন্ত্রিসভায় প্রণজিৎ সিংহ রায় অর্থ, পরিকল্পনা এবং তথ্য-প্রযুক্তি দফতরের দায়িত্ব পেয়েছেন। গত মন্ত্রিসভায় তিনি কৃষি ও কৃষক কল্যাণ, পরিবহণ ও পর্যটন দফতরের দায়িত্ব সামলেছেন।
এবার সুশান্ত চৌধুরী খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক এবং পরিবহণ ও পর্যটন দফতরের দায়িত্ব পেয়েছেন। গত মন্ত্রিসভায় তিনি তথ্য ও সংস্কৃতি, পানীয় জল ও স্বাস্থ্য বিধান এবং যুব ও ক্রীড়া বিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন। সান্তনা চাকমাকে শিল্প ও বাণিজ্য, কারা এবং ওবিসি কল্যাণ দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, শিল্প ও বাণিজ্য এবং নগরোন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন
এদিকে, টিংকু রায় যুব ও ক্রীড়া বিষয়ক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দফতর, বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ, হস্ততাঁত, হস্তকারু ও উদ্যান এবং পরিসংখ্যান দফতর, সুধাংশু দাস তপশীলি জাতি কল্যাণ, প্রাণিসম্পদ বিকাশ এবং মত্স এবং শুক্লা চরণ নোয়াতিয়া সমবায়, জনজাতি কল্যাণ(টিআরপি এবং পিটিজি) এবং সংখ্যালঘু কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন।