Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যসন্ত্রাসের আগুনে পুড়লো সাতটি দোকান

সন্ত্রাসের আগুনে পুড়লো সাতটি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ :  রাজ্যে কিছুতেই থামছে না নির্বাচনোত্তর সন্ত্রাস। শাসক দল এবং বিরোধী দল উভয়ের চোখ রাঙানো সন্ত্রাসে ব্যতিব্যস্ত জনগণ। বুধবার ছিল ঐতিহাসিক শপথ গ্রহণ সমারোহ। এর আগেই মঙ্গলবার রাতে উত্তর কলমচৌড়া চৌমুনীবাজারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় সাতটি দোকানে। বক্সনগরে ফায়ার  সার্ভিস না থাকায় ৭টি  দোকান পুড়ে ছাই হয়ে যায়।

 দোকান গুলির মধ্যে উল্লেখযোগ্য কীটনাশক দোকান, জেরক্স কম্পিউটার, সেলুনের দোকান, সবজি বিক্রেতার দোকান। তাছাড়া অন্যান্য দোকানগুলি থেকে জিনিসপত্র ভেঙ্গে  লুটপাট চলে। জিনিস নষ্ট হয়। এখন সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত। কোথায় পাবে ব্যবসার সুযোগ সুবিধা, কি করে ছেলে সন্তানদের নিয়ে বাঁচবে, এই অবস্থায় দিন গুজরান কিভাবে হবে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। প্রশাসন থেকে ঘটা করে শান্তির মিটিং করেও এখন অশান্তির বাতাবরণ,শান্তি সম্প্রীতি নষ্ট হচ্ছে। প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ নেওয়া একান্ত দরকার। আক্রমণের ঘটনায় কয়েক জন গ্রেফতারও হয়। কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যায়। গোটা বক্সনগর এলাকা জুড়ে বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলীয় সন্ত্রাস কায়েম হচ্ছে বলে অভিযোগ। সবমিলিয়ে নির্বাচন সন্ত্রাসে আতঙ্কে গোটা এলাকায় দিন যাপন করছে সাধারণ জনগণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য