Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রী মোদী, শাহ, নাড্ডার উপস্থিতিতে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথ ডা. মানিক সাহা...

প্রধানমন্ত্রী মোদী, শাহ, নাড্ডার উপস্থিতিতে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথ ডা. মানিক সাহা সহ ৯ জনের



আগরতলা, ৮ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, নেডা-র আহ্বায়ক অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, দলের নির্বাচনী প্রভারী ড. মহেশ শর্মা, প্রদেশ বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লবকুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিধায়ক প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, মুখ্যমন্ত্রীগণ যথাক্ৰমে সিকিমের প্রেমসিং তামাং, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, মণিপুরের নংথমবাম বীরেন সিং, প্ৰাক্তন উপ-মুখ্যমন্ত্ৰী জিষ্ণু দেববর্মা সহ বহুজনের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো ত্ৰিপুরার বিজেপি জোট-০২ সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ডা. মানিক সাহা। তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। অন্য বহুজনের সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবও।

ডা. মানিক সাহা ছাড়াও তাঁর মন্ত্রিসভার অন্য আট সদস্য যথাক্রমে রতনলাল নাথ, প্রণজিৎ সিংহরায়, সুশান্ত চৌধুরী, সান্ত্বনা চাকমা, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, টিঙ্কু রায় এবং শুক্লাচরণ নোয়াতিয়া (জোট শরিক আইপিএফটি)-কেও পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল।

আগরতলার বিবেকানন্দ ময়দানে লক্ষাধিক জনতার উপস্থিতিতে আজ বুধবার সকাল এগারোটা ১০ মিনিটে ভারতের জাতীয় সংগীত পরিবেশনের পর ডা. মানিক সাহা এবং তাঁর নয় সদস্যের মন্ত্রীমণ্ডল শপথ নিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য