Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবিজেপি কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ, অভিযোগের তীর বিরোধীদের দিকে

বিজেপি কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ, অভিযোগের তীর বিরোধীদের দিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : নির্বাচনোত্তর সন্ত্রাস রাজ্যের বুকে যেন কিছুতেই থামতে চাইছে না। শাসক বিরোধী কেউই এই সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না। রবিবার রাতে বিশালগড়ের কড়ুইমুড়া এলাকায় বিজেপি কর্মী দিলীপ বনিকের বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। দিলীপ বনিকের বাড়ির এক মহিলা জানান রবিবার রাত ১০ টার নাগাদ রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পরে।

রাত ২ টা নাগাদ তারা বিকট শব্দ শুনতে পান। তখন তারা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়িতে কে বা কারা বোমা নিক্ষেপ করেছে। তিনি আরও জানান তারা বিজেপি সমর্থক, তাই এই ঘটনার সাথে বিজেপি কর্মী সমর্থকরা যুক্ত থাকার সম্ভাবনা নেই। সিপিআইএম কিংবা কংগ্রেস কর্মী সমর্থকরা এই ঘটনা সংগঠিত করেছে বলে ধারনা তাদের। বাড়ির মহিলারা আরো জানান এ ধরনের ঘটনা এলাকায় আগে কখনো হয়নি। এই ঘটনার সুষ্ঠু তদন্তে দাবি জানান তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক ভূমিকা নিয়ে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে চারিদিকে যেভাবে সন্ত্রাসের ঘটনা উঠে আসছে তাতে মানুষ আতঙ্কিত। মানুষ এর জন্য প্রশাসনের দিকে বারংবার আঙ্গুল তুলছে। প্রশাসনের পক্ষ থেকে যদি সজাগ দৃষ্টি থাকতো তাহলে এই ধরনের ঘটনা সংঘটিত হতো না বলে মনে হচ্ছে সচেতন মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য