Sunday, March 16, 2025
বাড়িরাজ্যরাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ বামফ্রন্ট এবং কংগ্রেস

রাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ বামফ্রন্ট এবং কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : ২ মার্চ ভোট গণনার টেবিল থেকে শুরু হওয়া লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে বামফ্রন্ট এবং কংগ্রেস রাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হয়। সোমবার দুপুরে দুই দলের প্রতিনিধি দলটি পুলিশের সদর কার্যালয়ে গিয়ে সন্ত্রাস বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের মহা নির্দেশকের কাছে দাবি জানান।

 ডেপুটেশনের পর পুলিশের সদর কার্যালয় থেকে বের হয়ে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর জানান, ভোট গণনার টেবিল থেকে শুরু হওয়া সন্ত্রাস রাজ্যে এখনো চলছে। শাসক দলের এই সন্ত্রাসে মানুষের বাড়িঘর ভাঙচুর করছে এবং আগুন লাগিয়ে পুড়ে ফেলছে। এবং এ সন্ত্রাসের জন্য দুজনের হৃদরোগে আক্রান্ত হয়েও মৃত্যু পর্যন্ত হয়েছে। শুধু তাই নয় শাসকদলের এই সন্ত্রাসে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। মানুষ পুলিশের কাছে গিয়ে মামলা পর্যন্ত করার সাহস পাচ্ছে না। তাই মানুষের উপর থেকে এই অত্যাচার বন্ধ করতে পুলিশকে ভূমিকা নিতে হবে। এবং প্রতিটি ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হাতে নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। 

 এবং পুলিশের মহা নির্দেশককে বলা হয়েছে প্রাথমিক ভাবে ১৬৯ টি মামলা করা হয়েছে। রাজ্য পুলিশের মহা নির্দেশক আশ্বস্ত করেছেন প্রতিটি ঘটনা তদন্ত করে দেখা হবে। আরো বলেছেন, তিনি নিচুস্তরের সমস্ত অফিসারকে নির্দেশ দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে যাতে কঠোর আইনে পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিকে কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা জানান এ সন্ত্রাস রুখতে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। যে ঘটনাগুলি সংগঠিত হয়েছে সেই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত করার জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশক কে অবহিত করা হয়েছে। এদিন প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, আরএসপি -র দীপক দেব, ফরওয়ার্ড ব্লকের রঘুনাথ সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য