স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : শাসক দলের সন্ত্রাস শুধু বিরোধীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এবার আচড়ে পড়ছে দলীয় কর্মীদের উপর। তাদের রাজনৈতিক হিংসা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না উত্তর জেলায়। এবার যুবরাজনগর বিধানসভা এলাকায় শাসক দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে শাসকদলীয় দুর্বৃত্তদের হামলা চালায় বলে অভিযোগ আক্রান্ত মহিলা পূর্ণিমা দেবের ।
ঘটনা উওরের ৫৭ নং যুবরাজনগর বিধানসভার পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের অধীন ৭ নং ওয়ার্ডে। জানা যায় স্থানীয় এলাকার দুষ্কৃতীদের দ্বারা এই ঘটনা সংগঠিত হয় রবিবার রাতে। এদিন রাতেই দমকল বিভাগে এই খবরে যেতেই ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায়। দমকল কর্মীরা জানায় মহিলার নাম পূর্ণিমা দেব, বাড়ি পশ্চিম দেওয়ানপাশার ৭ নং ওয়ার্ডে। স্বামী মৃত শ্যামল দেব। দমকল কর্মীরা জানায় স্থানীয় লোকেদের দ্বারা আক্রমণের শিকার হন মহিলা। এমনটাই জানা গেছে স্থানীয়দের কাছ থেকে।
এদিকে আহত মহিলা পূর্ণিমা দেব জানান, স্বামী মারা যাবার পর প্রায় ৫ মাস যাবৎ তারা দলীয় কোন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে জড়িত নয়। কিন্তু তাঁর পরিবার শাসক দল বিজেপি সমর্থিত। কিন্তু রবিবার রাতে শাসক দল আশ্রিত কিছু দুর্বৃত্তদের দ্বারাই আক্রান্ত হতে হয় তাঁকে । তিনি তাদের নাম জানান। স্থানীয় এলাকার কিছু যুবক নাকি আক্রমণ চালায় তাঁর উপর , এমনটাই অভিযোগ করেন আক্রান্ত মহিলা পূর্ণিমা দেব। এবং যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের নাম অভি নন্দী, নিরঞ্জন দেব সহ তাদের সাঙ্গপাঙ্গরা।পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। বর্তমানে ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।