Friday, March 21, 2025
বাড়িরাজ্যবিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষে আহত ৮

বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষে আহত ৮

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষে আহত দুই দলের আট জন। ঘটনা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাজকান্দি ভিলেজ এলাকায়। আহতরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, ২ মার্চ ভোটের ফলাফল ঘোষণার আগে রাত দিন এক করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক এবং নির্বাচন কমিশনের শান্তি বৈঠক হয়। যাতে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় থাকে।

কিন্তু ফলাফল ঘোষণার পর ২ মার্চ শুরু হওয়া প্রতিহিংসা মূলক সন্ত্রাস যেন ত্রিপুরা রাজ্যে এক কালো অধ্যায় সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা সেই সর্বদলীয় বৈঠক এবং শান্তি বৈঠকে বড় মাত্রায় উপস্থিত থাকলেও ফলাফল ঘোষণার পর থেকে তাদের একটা অংশ ত্রিপুরা রাজ্যে এক অগণতান্ত্রিক পরিমন্ডল সৃষ্টি করতে চাইছে। দলের সুপ্রিমো মন্তব্য অনুযায়ী সন্ধ্যা থেকে জেগে সন্ত্রাসে লিপ্ত হচ্ছে উর্মাদ কর্মীরা। আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। ফলাফল ঘোষণার পর গত তিন রাতের মতো ব্যতিক্রম হয়নি রবিবার রাত। এবার যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা হলো ফটিকরায় বিধানসভা কেন্দ্রে। জনজাতি মোর্চা এবং তিপ্রা মথার কর্মীদের মধ্যে রাজকান্দি ভিলেজে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই দলের আট জন কর্মী রক্তাক্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন জনজাতি মোর্চার উনকোটির জেলার জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা। আহতদের উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যায় ফটিকরায় হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে সংঘর্ষের স্থানে যায় পুলিশ। দুই দলে কর্মী সমর্থকদের সাথে আলোচনা করে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থার জন্য মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য