স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : পুনরায় মুখ্যমন্ত্রী হবেন ডাঃ মানিক সাহা। এটা কেবল সময়ের অপেক্ষা। বিজেপি সরকার আসার পর রাজ্যে কোন রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি। কোন মানুষকে বঞ্চিত রাখা হয়নি। মুখ্যমন্ত্রী হিসাবে ডাঃ মানিক সাহা রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করে গেছেন। উন্নয়নের জন্য কাজ করেছেন। বিলোনিয়া বিধানসভা এলাকায় বহু কাজ হয়েছে।
রবিবার রাজধানীর শঙ্কর চৌমুহনি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন প্রাক্তন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক। দল যা ভালো মনে করেছে সেই সিদ্ধান্ত নিয়েছে। একজন কর্মী হিসাবে আগামী দিনেও কাজ করে যেতে চান বলে জানান তিনি। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করায় কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচীকে যেভাবে পুলিশ গ্রেপ্তার ও হেনস্থা করেছে তার তীব্র নিন্দা জানান বরিষ্ঠ আইনজীবী অরুন চন্দ্র ভৌমিক। ৮ ঘণ্টার পর আদালত তাঁকে জামিন দেয়। নবান্নকে নিজের দলীয় কার্যালয়ে পরিণত করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতা ও সাংসদকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এটা নিন্দনীয় । রাজনীতিতে এটা করা ঠিক নয় বলে জানান তিনি। এই রাজ্যেও আইনজীবীকে একটা সময় হেনস্থা ও গ্রেপ্তারের প্রতীবাদ করেছেন বলে জানান বরিষ্ঠ আইনজীবী। যে কারনে সমীর বর্মণের সরকারের পতন হয় বলে দাবি করেন আইনজীবী অরুন চন্দ্র ভৌমিক।