Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবিজেপি'র বিজয় মিছিলে হামলা

বিজেপি’র বিজয় মিছিলে হামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ :  গেরুয়া শিবিরের বিজয় উল্লাসে বিরোধীদের আক্রমণ। আহত উভয়পক্ষের কয়েকজন কর্মী সমর্থক। ঘটনা কদমতলা কুর্তি বিধানসভা খাদিম পাড়া এলাকায়। মোতায়েন আধা সামরিক বাহিনী।

 ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি সরকার দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার উল্লাসে দলীয় কর্মী সমর্থকরা পাড়ায় পাড়ায় বিজয় মিছিল বের হয় রবিবার।পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের বিজয় মিছিলটি খাদিমপাড়া স্কুলের সামনে আসার পর মিছিলে সিপিআইএম -এর কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। দুপক্ষের মারপিটে বেশ কয়েকজন আহত হয়।

আহতদের কদমতলা ও শনিছড়া হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় কর্মীরা। কর্মীদের আরো বক্তব্য যারা এই ঘটনার সংগঠিত হয়েছে তারা বিরোধী দলের সমর্থক। এবং এলাকার নিজাম উদ্দিন, নেসু মিঞা এবং ইসলাম উদ্দিনের নেতৃত্বে এই ঘটনা সংঘটিত হয়েছে। তারা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে মারধর করেছে বিজেপি কর্মীদের বলে অভিযোগ। ঘটনার পর গোটা গ্রামে পুলিশ টিএ সার মোতায়েন করা হয়েছে। উত্তরজেলা পুলিশ সুপার সহ ডি আইজি চুরাইবাড়িতে আধাসামরিক বাহিনীর লং মার্চের পরেও এই ঘটনায় উদ্বিগ্ন সাধারন মানুষ। উত্তর জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। গত কয়েকদিনে লাগাতার সন্ত্রাসে ব্যতিব্যস্ত মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য