স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রাঙ্গনে গত ২৬ শে ফেব্রুয়ারি থেকে হরিভক্তি প্রচারণি সভার বাৎসরিক ভাগবতী মহাসম্মেলন শুরু হয়েছে।
এরই অঙ্গ হিসেবে রবিবার রক্তদান শিবিরে আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, হরিভক্তি প্রচারণি সভার অন্যতম প্রাণপুরুষ নিত্যলীলা প্রবীষ্ট প্রভুপাদ শিল মদন গোপাল গোস্বামী, দুই পুত্র প্রভুপাদ নৃত্য গোপাল গোস্বামী ও প্রেম গোপাল গোস্বামী, হরিভক্তি প্রচারনী সভার সম্পাদক সুশীল কুমার সাহা সহ অন্যান্যরা। ধর্ম মানেই ঈশ্বরের নাম নেওয়ার মধ্যে সীমিত নয়। সমস্ত কাজকর্মের প্রণালীকে নিয়েই ধর্ম ।
ভগবান সকলের মধ্যে বিরাজমান। সমস্ত প্রাণীকুলের মধ্যে ঈশ্বর জাগ্রত। তাই ঈশ্বরের নামের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক কাজের মাধ্যমেও ধর্ম পালনে আহ্বান জানান বিধায়ক রামপ্রসাদ পাল। এদিন রক্তদাতাদের উৎসাহিত করেন তারা।