স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : শনিবার রাতে তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পাইকারি সবজি বাজার সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফলের দোকান। ফলের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা।
তেলিয়ামুড়া থানার পুলিশকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তেলিয়ামুড়া থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানার ও.সি এব্যাপারে কোন প্রকারের উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ। পরবর্তীতে এই খবর পেয়ে শারীরিক অসুস্থ অবস্থায় ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা বলেন কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার তদন্ত চলছে এবং অতিদ্রুত তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। পরবর্তীতে, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ এলাকাবাসী ও তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিন্তু ততক্ষণে নাশকতার আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ওই সাতটি দোকান। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শনিবার দিন রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।