স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : ২ মার্চ ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো সরকারে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। আগামী ৮ মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি’র রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
এর প্রস্তুতি নিয়ে রবিবার দুপুরে প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে সমস্ত বিধায়ক, বিধায়িকা মন্ডল স্তরের নেতৃত্ব ও জেলা স্তরের বিজেপি নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের কোডিনেটর সব্বিত পাত্রা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী।
বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী জানান, আগামী ৮ ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে যে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মধ্যে দেশের প্রধানমন্ত্রী এবং দলের রাষ্ট্রীয় সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকবেন। এই বিষয়ে প্রস্তুতির সম্পর্কে বিধায়ক বিধায়কা সহ অন্যান্য নেতৃত্বদের সাথে আলোচনা করা হয়। এ প্রস্তুতি বৈঠকের মূল উদ্দেশ্য হলো শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপ দেওয়া। সকলকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি।