স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : গত কয়েকদিন রাজ্যে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা। রবিবার তিনি প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সংবাদমাধ্যমের সাথে বৈঠক করে বলেন বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সিপিএম এবং কংগ্রেস মিলে রাজ্যে জাতিগত দাঙ্গা বাধানোর চেষ্টার লিপ্ত হয়েছে। এই জাতিগত দাঙ্গার চক্রান্ত রুখতে সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।
অশান্তির বাতারন নয়, শান্তির পরিবেশের মধ্য দিয়ে রাজ্য এগিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি। জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা। জনজাতিদের দীর্ঘ দিনের সমস্যা একদিনে নিরসন করা সম্ভব নয়। কিন্তু বিজেপি-র আমলে যে সমস্ত সমস্যার সমাধান হয়েছে তা অল্পনীয়। শহর ও গ্রামের ব্যবধান ঘুচে গেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।
পাহাড়ে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে। বাকী কাজ গুলি আগামী ৫ বছরের মধ্যে করা হবে বলে জানান তিনি। রাজ্যের মানুষ বিজেপি-র উপর আস্থা রেখেই দ্বিতীয়বারের জন্য ক্ষমতাসীন করেছে বলে জানান জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ নেতৃত্ব বিদ্যুৎ দেববর্মা, বিজেপি-র মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।