স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : আগামী ৮ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যের নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ সহ অন্যান্য নেতৃত্বরা। শনিবার প্রদেশ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য।
তিনি আরো জানান এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে খোয়াই ও সিপাহীজলা জেলা সফর করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এই ঘটনার বিষয়ে অবগত হতে সফর করেন তারা। মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে শুধরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন তাদের কোন ভাবেই রেহাই দেওয়া হবে না। প্রশাসনিক ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। দলীয় কার্যকর্তাদের কাছে আহ্বান জানান এই প্রথমবার সন্ত্রাস ছাড়া নির্বাচন সংগঠিত হয়েছে। এই অবস্থায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দেন। মানুষের পাশে দাঁড়িয়ে , মানুষের সঙ্গে সম্পর্ক রাখার বার্তা দেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।