Monday, March 17, 2025
বাড়িরাজ্যসন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না : মুখ্যমন্ত্রী

সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : নির্বাচনোত্তর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে খোয়াই এবং সিপাহীজলা জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সাথে শনিবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ডাঃ মানিক সাহা। এদিন বিকাল সাড়ে চারটা নাগাদ খোয়াই ডাক বাংলোতে এক বৈঠক করলেন তিনি।

 তাঁর সঙ্গে ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজিব ভট্টাচার্য, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। একইসঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলাশাসক ডিকে চাকমা, খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ। বৈঠক শেষে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত উশৃংখল কর্মী সমর্থক বের করা ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিলেন ডাক্তার মানিক সাহা।

 বিরোধী রাজনৈতিক দল গুলোর উপর কামান দাগেন তিনি।  তিনি বলেন বিরোধীদলগুলো গুজব ছড়াচ্ছে এবং উস্কানিমূলক বার্তা ছরিয়ে দিচ্ছে। সেই সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহল চেষ্টা চালাচ্ছে শান্তির পরিবেশকে অশান্ত করে তুলতে। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না। এখন পর্যন্ত প্রায় ২০০ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য পোস্ট করে চলেছেন তাদেরকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত ডাক্তার মানিক সাহা, বিজেপির ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজিব ভট্টাচার্য, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বৈঠক শেষ করে সোজা চলে যান বিমানবন্দর মাঠে। সেখান থেকে হেলিকপ্টারে করে তারা রওনা হন সিপাহীজলার উদ্দেশ্যে। সিপাহীজলায় এসে বৈঠক সারলেন তিনি। এবং এই জেলায় সর্বাধিক সন্ত্রাসের গঠনে কিভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য