স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর দুষ্কৃতিকারীদের নাশকতার আগুনে পুড়লো বিজেপি পৃষ্ঠা প্রমুখের গোশালা। ঘটনা শুক্রবার রাতে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন ভদ্রপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ভদ্রপাড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার বাড়িতে গরু এবং ছাগল প্রতিপালন করে সংসার পরিচালনা করতেন। পরিবারের একমাত্র উপার্জনের পথ ছিল এই গৃহপালিত পশুগুলি।
নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর শুক্রবার রাতে দুষ্কৃতীরা গবাদি পশুর থাকা ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে ১১ টি ছাগল, তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দীর্ঘ সময় পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়, যদিও ততক্ষণে ঘর থাকা গবাদি পশু গুলো অগ্নিদগ্ধ হয়ে যায়। এদিকে শনিবার সকালে এ ঘটনার খবর পেয়ে ছুটে যায় উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, মাতাবাড়ি মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী, মাতাবাড়ি বিধানসভার বিজয়ী প্রার্থী অভিষেক দেবরায় সহ ভারতীয় জনতা পার্টির কার্যকতারা। দুষ্কৃতীদের লাগানো আগুনে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ জানান শীতল চন্দ্র মজুমদার। এই ঘটনা সংঘটিত হয়েছে রাত দুটা নাগাদ। ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়ে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে।