স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাসে আহত হয় শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের বহু কর্মী সমর্থক। রাজনৈতিক সন্ত্রাসে আহত জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের দেখতে শুক্রবার জিবি হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
জিবি হাসপাতালে গিয়ে তিনি কথা বলেন আহত বিজেপি কর্মীদের পরিবারের লোকজনদের সাথে। তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন নির্বাচনের দিন এবং ভোট গণনার দিন রাজ্যের বিভিন্ন স্থানে তিপ্রা মথা ও কমিউনিস্ট আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে। এতে বহু বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে। বেশ কয়েকজন বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কা জনক। তিনি এই ঘটনার নিন্দা জানান। এবং বিরোধী দলের নেতৃত্বদের জনগণের রায় মেনে নেওয়ার পরামর্শ দেন। এইদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সাথে ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র ও শান্তিরবাজার কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধি শুক্লা চরণ নোয়াতিয়া ও প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।