Sunday, September 8, 2024
বাড়িরাজ্যকোভিড সেন্টারে চোরের থাবা

কোভিড সেন্টারে চোরের থাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ :  সুরক্ষিত নয় প্রধান রেফারেল হাসপাতাল। কোভিড পরিস্থিতিতে জিবি হাসপাতাল ডেডিকেটেড কোভিড সেন্টারের তাকমা পেয়েছিল। লাগাতার তিন বছর কোভিড পরিস্থিতিতে সারা রাজ্যের মধ্যে প্রধান সেন্টার ছিল জিবি। কিন্তু বর্তমানে সেন্টারটি মধ্যে এই রোগী শুন্য। আর নির্বাচনি পরিস্থিতির মধ্যে এই হাসপাতালে থাবা বসায় চোরের দল।

নিয়ে যায় এসি-র পাইপ। শুক্রবার নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। বিষয়টি পুলিশের নজরে দেওয়া হয়। দিনরাত বহু পুলিশ কর্মী হাসপাতাল চত্বরে দায়িত্বে থাকলেও কিভাবে কোভিড ওয়ার্ডের গ্রিল কেটে চোরের দল এই ঘটনা সংঘটিত করেছে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে জনমনে। এবং হাসপাতালে ওয়ার্ডের সামনে রয়েছে সিসি ক্যামেরা এবং রয়েছেন পর্যাপ্ত পরিমাণে বেসরকারি নিরাপত্তা কর্মী। তারপরও এই ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে তা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে হাসপাতালে কর্মীদের মধ্যে। হাসপাতালে এ ধরনের চুরির ঘটনার পেছনে মূলত কি ত্রুটি বিচ্যুতি রয়েছে সে বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য