স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আক্রান্ত কর্মীদের জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ঘটনার বিবরণে জানা যায় ফলাফল ঘোষণা হওয়ার পর বিশালগড় বড়জলা, মনু ছাওমনু সহ বিভিন্ন স্থানে বিরোধী দলের কর্মী সমর্থকরা শাসকদলের কর্মী সমর্থকদের উপর হামলা করেছে। জিবি হাসপাতালে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত ২৫ বছর যেভাবে সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছিল ঠিক সেই কায়দায় এখনো তারা শাসক দলের কর্মী সমর্থকদের ওপর হামলা ও সন্ত্রাসী কার্যকলাপে ও চক্রান্তে লিপ্ত হয়েছে।
বিরোধী দলের লোকজনদেরকে সংযত করা যাচ্ছে না। হামলা হুজ্জতি এবং সন্ত্রাস তাদের সংস্কৃতি বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের সন্ত্রাসী যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের মহা নির্দেশক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন কোন ধরনের সন্ত্রাস সরকার ও শাসক দল বিশ্বাস করে না। রাজ্যের সর্বত্র শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন গত ১৬ ফেব্রুয়ারি অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব সংগঠিত করে ইতিহাস সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। গণনা পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। গণদেবতাদের প্রায় বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় ফিরে এসেছে। বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম জনগণের এই রায় মেনে নিতে পারেনি। জনগণের উপর তাদের আস্তা ও বিশ্বাস নেই। সে কারণেই তারা অগণতান্ত্রিক কার্যকলাপ এবং সন্ত্রাসের লিপ্ত হয়েছে। তিনি দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন নিজেদের এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে তারা যেন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন।