স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : এয়োদশ বিধানসভা নির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার রাজভবনে যান ডাক্তার মানিক সাহা। তিনি রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের হাতে তাঁর পদত্যাগ পত্রটি তুলে দেন। পরবর্তী সময় রাজভবনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানান মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ পত্রটি রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। তবে যতদিন না পর্যন্ত নতুন মন্ত্রিসভা হবে ততদিন মুখ্যমন্ত্রীর অফিস চালানোর জন্য দায়িত্বভার দেওয়া হয়েছে বলে জানান ডাক্তার মানিক সাহা। তিনি জানিয়ে দেন আগামী ৮ মার্চ সম্ভাবনা রয়েছে এ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেই বিষয় নিয়ে তিনি এদিন মুখ খুলতে চাননি। সবটাই দলের উপর ছেড়ে দিয়েছেন তিনি। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন মানিক সাহা।