স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : ফলাফল ঘোষণার আগে নির্বাচন কমিশনের শান্তির বৈঠক বাস্তবায়ন হচ্ছে। দিকে দিকে চলছে সন্ত্রাস।নির্বাচনের সময় কংগ্রেসের বাইক মিছিলে যাওয়ায় আক্রান্ত সুদীপ অনুগামী বিশালগড়ের বজ্রপুরের বাসিন্দা কিরণ ভক্তের পরিবার। বাড়িঘর ভেঙ্গে তছনছ করে দেয় শাসকদলের দুর্বৃত্তরা। ঘটনার বিবরনের জানা যায়, বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপি কর্মীরা সুদীপ অনুগামী কিরণ ভক্তের কাছে ৫০০০ টাকা উল্লাস করার জন্য চেয়েছিল। কিন্তু সেই টাকা না দিতে পারায় রাতের বেলা এসে অতর্কিত হামলা চালায় বাইক বাহিনী। কিরণ ভক্তের স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ভাঙচুর করে বসত ঘরের বিভিন্ন সামগ্রী।
এই ঘটনার বিবরণে কিরণ ভক্তের স্ত্রী জানান, তাদের পরিবার কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের কাছ থেকে বহুভাবে সহযোগিতা পেয়েছে। ঘরের শিশু সন্তানকে শারীরিক অসুস্থতার সময় সহযোগিতা করেছেন সুদীপ রায় বর্মন। তিন বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। তাই নির্বাচনের সময় কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের কথা অনুযায়ী বাইক মিছিলে গিয়েছিলেন তার স্বামী। আর এর পরিপ্রেক্ষিতে এক আক্রমণ সংগঠিত করেছে বলে অভিযোগ। তিনি জানান এই ঘটনার সাথে জড়িত এলাকার তিন বিজেপি মাতব্বর। তারা ঘরের বিভিন্ন যে সামগ্রিক ভাঙচুর করে নগদ অর্থ পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে বলেও অভিযোগ তুলেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।