Saturday, April 1, 2023
বাড়িরাজ্যপুলিশ দিয়ে সাংবাদিক হেনস্থা, ওসি -কে বরখাস্তের দাবি সংবাদ মহলের

পুলিশ দিয়ে সাংবাদিক হেনস্থা, ওসি -কে বরখাস্তের দাবি সংবাদ মহলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ :  প্রত্যাবর্তনের রাতেই দলদাস পুলিশ পরিচয় দিলো বর্বরতার। স্যন্দন পত্রিকার গোলাঘাটির সাংবাদিক ভবতোষ ঘোষকে মাঝরাতে কোনরকম ওয়ারেন্ট জারি না করেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় থানায়। দীর্ঘ কয়েক ঘন্টা থানায় বসিয়ে রেখে হেনস্তা করা হয়। দীর্ঘ পাঁচ বছরের মতো ফলাফল ঘোষণার রাতেও আবার রাষ্ট্রীয় বাহিনীর এ ধরনের ভূমিকা জনগণকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে বর্বরতার। থানার ওসি বাবুর এ ধরনের ভূমিকায় ছিঃ ছিঃ রব তুলেছে গোটা রাজ্যে।

 ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দিনভর ভোটের ফলাফলের খবর নিয়ে ব্যস্ত ছিলেন গোলাঘাটির সাংবাদিক ভবতোষ ঘোষ। রাতে বাড়ি ফিরে ঘুমাতে যান তিনি। রাত প্রায় একটার সময় সাংবাদিক ভবতোষ ঘোষের বাড়িতে আচমকা কোন কারণ ছাড়াই টাকারজলা থানার ওসির নেতৃত্বে পুলিশ যায়। পুলিশ গিয়ে ভবতোষ ঘোষকে ঘুমন্ত অবস্থায় ডেকে থানায় নিয়ে যায়। দীর্ঘ প্রায় তিন থেকে চার ঘন্টা থানায় নিয়ে তাকে চরম হেনস্থা করা হয়। শুধু তাই নয়, টি এস আর জওয়ান দিয়ে শারীরিক নিগ্রহ করা হয় সাংবাদিককে। যদিও শেষ পর্যন্ত ভুলবশত থানায় আনা হয়েছে বলে পুলিশ স্বীকার করে পুলিশ। সকাল হতেই কি খবর সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়তে তীব্র নিন্দার ঝড় ছড়িয়ে পড়ে। পুলিশের এহেন ভূমিকায় প্রতিবাদে টাকারজলা থানার ওসির বহিষ্কারের দাবি জানান। বিনা অপরাধে কোন কারণ ছাড়াই এ ধরনের হেনস্তার পেছনে ওসি সাহেবের কি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে তা জানা নেই। শুক্রবার সংবাদ মাধ্যমে একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনের উদ্দেশ্যে স্মারকলিপি তুলে দিয়ে দাবি জানান টাকারজলা থানার ওসি দেবেন্দ্র রিয়াংকে অবিলম্বে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে হবে এবং অভিযুক্ত এই পুলিশ অফিসার সহ যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে। এছাড়ো উপস্থিত ছিলেন অরিন্দম চক্রবর্তী, টিপু সুলতান সহ অন্যান্যরা। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে যদি অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান স্যন্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে। কারণ এভাবে সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করা যাবে না। উপরমহল থেকে নির্দেশ পেয়ে একাংশ পুলিশ অফিসার দলদাস হয়ে কাজ করলে সংবাদ মাধ্যমের বরদাস্ত করবে না বলে জানিয়ে দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য