স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : সোমবার মহাকরণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইন ফায়ার এন ও সি পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বে ফায়ার এন.ও.সি নেওয়ার ক্ষেত্রে হয়রানীর শিকার হতে হতো। এতে করে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে প্রভাব পড়তো। যে কাজ দূ’বছরে শেষ হওয়ার কথা ছিল ফায়ার এন ও সি-র জন্য সেই কাজ শেষ হতে ৩ বছর সময় লেগে যেত। ফায়ার এন.ও.সি নেওয়ার ঝামেলা শেষ হতে চলেছে পশ্চিম জেলাতে।
ধীরে ধীরে বাকি জেলা গুলিতেও এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনলাইনে ফায়ার এন ও সি -র জন্য আবেদন করলে ২৮ দিনের মধ্যে কাজ হয়ে যাবে প্রাথামিক ভাবে। পরবর্তী সময় আরও কম সময়ের মধ্যে ফায়ার এন ও সি দিয়ে দেওয়ার লক্ষ্যে দপ্তর কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বাসস্থান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ফায়ার এন ও সি পাওয়ার ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে তা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস দপ্তর থেকে পর্যবেক্ষণে যাবে। তখন যদি দেখা যায় ফায়ার এন.ও.সি প্রাপক কোন ভুল তথ্য দিয়েছে তবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এমনকি ফায়ার এন ও সি বাজেয়াপ্ত করা হবে।
এই ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। তাই যারা অনলাইনে ফায়ার এন.ও.সি-র জন্য আবেদন করবে তারা যেন ভুল তথ্য জমা না দেয় তার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আগে যে পদ্ধতিতে ফায়ার এন ও সি প্রদান করা হত তাতে স্বচ্ছতা ছিল না। যে কেউ ভুয়া দলিল দেখিয়ে ফায়ার এন ও সি নিয়ে নিতে পারত। নতুন ব্যবস্থায় তা সম্ভব হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রাম প্রসাদ পাল সহ দপ্তরের আধিকারিকরা।