Friday, February 7, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ দপ্তরের নিম্নমানের কাজ নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা

বিদ্যুৎ দপ্তরের নিম্নমানের কাজ নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : আবারো বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে উঠে আসলো নিম্ন মানের কাজের অভিযোগ। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার কাজের গুনগত মান নিয়ে উঠছে প্রশ্ন। এ যোজনায় সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার ডেকে বহিঃরাজ্যের যে কোম্পানিকে কাজের বরাত দিয়েছে সে কোম্পানির এ কাজ করার কোনো যোগ্যতাই নেই।

১৬০ কোটি টাকার প্রজেক্ট এটি। সংশ্লিষ্ট সংস্থা ভুল তথ্য এবং ভুয়া নথিপত্র দপ্তরের কাছে জমা দিয়ে কাজের বরাত পেয়ে যায়। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের কাছে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার পরিষেবা পৌঁছে দিতে পারছে না। ১০০ শতাংশ অনিয়মিতভাবে কাজ করে চলেছে ভুয়া সংস্থাটি। এতে মানুষের কোন লাভ হবে না বলে অভিমত ব্যক্ত করে দপ্তরে ইঞ্জিনিয়ার অনুপ ভৌমিক উচ্চ আদালতে একটি মামলা দায়ের করে। সে মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরের নোডাল অফিসার কনক লাল দাসকে গত ৯ নভেম্বর চিঠি দিয়ে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু কোনো সদুত্তর দেননি তিনি।

 অবশেষে সোমবার ইঞ্জিনিয়ার অনুপ ভৌমিক উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সোমবার সন্ধ্যায় আইনজীবী দেবাশীষ দত্ত শ্যামলী বাজার স্থিত নিজ চেম্বারে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। এবং সাথে ছিলেন মামলা দায়ের করা দপ্তরের ইঞ্জিনিয়ার। পাশাপাশি আইনজীবী অভিমত ব্যক্ত করে বলেন এর পেছনে উচ্চপদস্থ আধিকারিকরা জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জনগণের স্বার্থে জনস্বার্থ মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য