Saturday, February 15, 2025
বাড়িরাজ্যভারতীয় জনতা পার্টির সহযোগী তৃণমূল কংগ্রেস : সি পি আই এম

ভারতীয় জনতা পার্টির সহযোগী তৃণমূল কংগ্রেস : সি পি আই এম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : কলকাতা কর্পোরেশন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট লুণ্ঠনকারী বলে অভিযোগ তুলে সোমবার পশ্চিম জেলা কমিটি অফিস থেকে একটি মিছিল সংঘটিত করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে অরিয়েন্ট চৌমুহনি এলাকায় এসে একটি পথসভা সংগঠিত করে। অভিযোগ তোলে বলে ত্রিপুরা বিজেপি সরকারের পরিপূরক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত কলকাতা কর্পোরেশন নির্বাচনে ভোট লুণ্ঠন করেছে তৃণমূল কংগ্রেস।

এর তীব্র ভাষায় নিন্দা জানান সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর। তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টের অবসান ঘটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি মন্ত্রিসভায় ছিলেন গুজরাটের দাঙ্গার সময় পর্যন্ত। দাঙ্গাবাজ মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্র বলে কটাক্ষ করলেন পবিত্র কর। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সব সময় ভারতীয় জনতা পার্টিকে সহযোগিতা করে আসছে। পার্লামেন্টে যখন আলোচনার সুযোগ দেওয়া হয়নি। পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস বিজেপি’কে বাঁচাতে পেছনের দরজা দিয়ে ওয়াক আউট করে নেয়। জনবিরোধী প্রতিটি বিলে বিজেপি ছাড়া সমস্ত দল মিলে যখন বক্তৃতা করে তখন তৃণমূল কংগ্রেস বিজেপি’কে বাঁচাতে ওয়াকআউট করে নেয়। এটা কারোর বুঝতে অসুবিধা হয় না।

পশ্চিমবঙ্গের কর্পোরেশন স্বাধীনতার আগে থেকে দেশের ইতিহাসে সম্মানীয় কর্পোরেশন। এর মেয়র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু সেই কর্পোরেশনের তৃণমূল কংগ্রেস যেভাবে লুট করেছে তার তীব্র নিন্দা জনক বলে জানান পবিত্র কর। যে কায়দায় বিজেপি রাজ্যে ভোট রেগিং এবং চুরি করেছে সেই কায়দায় তৃণমূল কংগ্রেস কলকাতায় ভোটে রেগিং এবং চুরি করেছে। তৃণমূল কংগ্রেস এখন নতুন কায়দায় মাঠে নামতে চাইছে। যেসব রাজ্যে বিজেপি বেকাদায় পড়ে বিপদে আছে সেসব রাজ্যে তৃণমূল সহযোগী হয়ে পাশে দাঁড়িয়েছে বিজেপি বলে জানান তিনি। তিনি আরো বলেন কৃষক আন্দোলন বিজেপি বাদে সব দল সমর্থন ও সহযোগিতা করেছে। তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়ে সহযোগিতা করছে। এবং ধর্মঘট যখন শ্রমিকরা ডেকেছে, তখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ধর্মঘটের সমর্থনে করেনি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্র হত্যা করেছে। তাই কর্পোরেশন নির্বাচনে ভোট লুণ্ঠনকারী তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানায়। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য