আগরতলা, ২ মার্চ (হি.স.) : কার্যকর্তাদের জন্যই জয় সম্ভব হয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে জয়ী হওয়ার পর সকলকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী ডা. মানিক সাহা। তিনি ১,২৫৭ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশিসকুমার সাহাকে পরাজিত করেছেন।
ডা, সাহা বলেন, আজকের জয়ে আমি অত্যন্ত খুশি। তার জন্য বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সমস্ত কার্যকর্তা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসম ও মণিপুরের মুখ্যমন্ত্রী এবং সমস্ত নেতৃত্ব প্রচারে সহযোগিতা করেছেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তাঁর দাবি, বিজেপি কার্যকর্তাদের জন্যই এই জয় সম্ভব হয়েছে। ত্রিপুরায় পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য সমস্ত কৃতিত্ব তাঁদেরই, দ্ব্যর্থহীন ভাষায় বলেন তিনি। এদিন জয়ী হওয়ার পর নির্বাচনী আধিকারিক ডা. মানিক সাহার হাতে শংসাপত্র তুলে দিয়েছেন।