Wednesday, November 29, 2023
বাড়িরাজ্যবিধানসভা নির্বাচনের গণনা ঘিরে বিক্ষিপ্ত ঘটনা, আক্রান্ত পুলিশ আধিকারিকও

বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে বিক্ষিপ্ত ঘটনা, আক্রান্ত পুলিশ আধিকারিকও

আগরতলা,২ মার্চ(হি.স.): ত্রিপুরায় এয়োদশ বিধানসভা নির্বাচনের গণনার মধ্যেই কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভোট গণনা চলাকালীন রাজনৈতিক প্রতিহিংসায় জ্বলেছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায। দুষ্কৃতি হামলায় আক্রান্ত হয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। অন্যদিকে, শান্তিবাজার ও বিশালগড় সদর মহকুমা কার্যালয়ে গণনা চলাকালীন হামলা চালিয়েছে দুষ্কৃতিরা।

আক্রান্ত মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন, ভোট গণনা চলাকালীন কয়েকজন তিপ্রা মথার কর্মী সমর্থকরা বিজেপির মন্ডল কার্যালয়ে হামলা চালিয়েছেন। বিজেপি মন্ডল কার্যালয়ের সামনে রাখা গাড়ি ভাঙচুর করেছেন বলে জানান তিনি। তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতকারীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরও হামলা চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে গেলে তাদের হাতে আক্রান্ত হয়েছেন তিনিও। সাথে তাঁর দেহরক্ষীরাও তিপ্রা মথা কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন, বলে জানিয়েছেন তিনি।


এদিকে গণনা চলাকালীন বিশালগড় মহকুমা শাসকের অফিসের সামনে এক বাড়িতে দুষ্কৃতিরা বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, শান্তিরবাজার মহকুমা শাসক অফিসে তিপ্রা মথা সমর্থকরা হামলা চালিয়েছেন। কার্যালয়ের বিভিন্ন জিনিস ভাঙচুর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীরা লাঠিচার্জ করেছেন। এছাড়াও, বেশ কিছু স্থানে হামলা-হুজ্জুতির খবর আসছে। হিন্দুস্থান সমাচার /তানিয়া

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য