Saturday, July 27, 2024
বাড়িরাজ্যফলাফল ঘোষণার আগে কার্যকর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

ফলাফল ঘোষণার আগে কার্যকর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : বৃহস্পতিবার ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফল। মঙ্গলবার ৬০ টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার রেডক্রস ভবনে ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি-র কার্যকর্তাদের নিয়ে রুদ্ধশ্বাস বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী তথা ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা।

উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, জেলা সম্পাদক নারায়ন দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন নির্বাচনের ফলাফল কি হতে চলছে তা একজিট পোলের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। গত বারের চাইতে বেশী আসন নিয়ে ক্ষমতাসীন হবে বিজেপি। এদিকে গত উপ নির্বাচনে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে যে ভোটের ব্যবধান ছিল তা এবার আরো বাড়বে বলে দৃঢ়ভাবে জানান তিনি। গননার নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার সমস্ত প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থী ও নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেন গণনার পর রাজ্যের কোন স্থানে কোন অবস্থাতেই অশান্তির বাতাবরণ যাতে সৃষ্টি না হয়। দলীয় প্রার্থী ও নেতৃত্ব সহমত পোষণ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের সভাপতি, মণ্ডল নেতৃত্ব, সদর আরবান জেলার নেতৃত্ব এবং কর্পোরেটাররা অংশ নেন। তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ইতিহাসে এত সুন্দর নির্বাচন সংগঠিত হয়নি। তাই এই শান্তির বাতাবরণ গননার পরেও যেন অব্যাহত থাকে তাতে বিশেষ ভাবে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য