স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : মশার উপদ্রবে নাজেহাল আগরতলা পুর নিগম বাসী। দিনে রাতে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। আগরতলা শহরের স্মার্ট সিটি এলাকার জনগণ মশার যন্ত্রণায় বাড়ি ঘরের দরজায় জানালা খোলতে পারছে না।
এই অবস্থায় মশার কামড়ে নানাহ রোগের সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আগরতলা পুর নিগমের বাসিন্দাদের মশার উপদ্রব থেকে মুক্তি দিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বুধবার জানান মেয়র দীপক মজুমদার। মেয়র জানান, আগরতলা শহরে ড্রেইনের সংখ্যা বেশি। নির্বাচনের জন্য কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। এই সময়ে মশার উপদ্রব কিছুটা বৃদ্ধি পায়। বৃষ্টি হলে আবার তা হ্রাস পাবে। এক্ষেত্রে আগরতলা পুর নিগমের উদ্যোগে টানা ব্যবস্থাপনা রয়েছে। প্রতিটি ওয়ার্ড ও জোনালের মাধ্যমে মশার উপদ্রব থেকে নিস্তার দেওয়ার জন্য ফগিং করতে দুজন অতিরিক্ত কর্মী রয়েছে। যারা এই কাজ নিয়মিত করছে।
আগামী দিনে আরো বেশ কিছু ফগিং মেশিন আনার পরিকল্পনা নিয়েছে পুর নিগম। নির্বাচন চলায় ড্রেইন গুলি নিয়মিত সাফাই করতে কিছুটা সমস্যা হয়। এখন পুরোদমে সেই কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই মশার যন্ত্রণা থেকে নিগমবাসীকে পরিত্রান দিতে অভিযান চালাবে পুর নিগম। স্বাস্থ্য দপ্তর থেকে প্রয়োজনীয় ওষুধ আনা হয়েছে। আগামী দিনে আরো ওষুধ লাগলে আনা হবে। তবে নিজ বাড়ির আশপাশ ও ড্রেইনে আবর্জনা মুক্ত রাখতে আহ্বান জানান মেয়র।