স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : নির্বাচনকে কেন্দ্র করে ভারত – বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি থাকার পরেও বেআইনিভাবে তারকাটা বেড়া অতিক্রম করে বাংলাদেশীরা অবাধে ভারতে প্রবেশ করছে। বুধবার আগরতলা রেল স্টেশন থেকে তিন বাংলাদেশি আটক হয়। জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের আটক করতে সক্ষম হয়েছে।
আগরতলাস্থিত রেল পুলিশের ওসি রানা চ্যাটার্জি জানান, এইদিন তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিধাই থেকে কিছু বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসছে রেলে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। সেই মোতাবেক পুলিশ উৎপেতে থাকছে। টি আর ০৩ জে ০৫৩৪ নম্বরে একটি ইকো গাড়ি আসতে পুলিশ তল্লাশি চালায়। গাড়িতে থাকা তিন ব্যক্তির কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে আটক আটক করে জানতে পারে তারা বাংলাদেশী। ধৃত তিন বাংলাদেশি যুবকের নাম রাসেল মিঞা, মহম্মদ আসিফ ও আব্দুল লিটন। তাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে কাজের সন্ধানে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এইদিন সকালে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছে বলে জানায় পুলিশ।এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। বিশেষ করে পাচার চক্রে মূল মাস্টারমাইন্ড জালে তুলতে পারে কিনা পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট অনুযায়ী মামলা হাতে নিয়েছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ গাড়ি সহ চালককে আটক করেছে।