Saturday, February 8, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় আইটি সেক্টরের উন্নয়নে আরও পাঁচটি স্টার্ট-আপ যুক্ত করার প্রক্রিয়া শুরু

ত্রিপুরায় আইটি সেক্টরের উন্নয়নে আরও পাঁচটি স্টার্ট-আপ যুক্ত করার প্রক্রিয়া শুরু

আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় আইটি সেক্টর ক্রমশ বিকশিত হচ্ছে। এতে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ত্রিপুরায় আইটি সেক্টরের উন্নয়নে আরও পাঁচটি স্টার্ট-আপ যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৯ সালের ৩০ অক্টোবর রাজ্যের যুবকদের আইটি/আইটিইএস ক্ষেত্রে শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্য সরকার ত্রিপুরা আইটি/আইটিইএস স্টার্ট-আপ প্রকল্প চালু করেছিল। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনআইটি, টিআইটি, ইকফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। স্থানীয় উদ্যোগী ও ন্যাসকমকেও এর সাথে যুক্ত করা হয়েছে। আজ সোমবার তথ্য ও প্রযুক্তি অধিকর্তা এই খবর দিয়েছেন।

তিনি বলেন, ত্রিপুরায় বর্তমানে ইলোগিট্রন, ফ্ল্যাফি, এন্টারটেইন, টকিং অনলাইন লার্নিং সলিউশন প্রাইভেট লিমিটেড, এই চারটি উদ্যোগকে পরিকাঠামোগত, ব্যবস্থাপনা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য যোগ্যতার শংসাপত্র দেওয়া হয়েছে। আরও পাঁচটি স্টার্ট-আপ-কে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জানান, স্টার্ট-আপ ইকো-সিস্টেমের সাথে প্রকৌশলিক প্রতিষ্ঠানগুলিকে জুড়ে দিতে ত্রিপুরা সরকার ‘নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক’ চালু করেছে। এই প্রকল্পে ত্রিপুরা সরকার পরিকাঠামোগত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য গ্র্যান্ট-ইন এইড দেবে।

প্রসঙ্গত, ‘নিউ এজ ইনকিউবেশন নেটওয়ার্ক’ প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকারের তথ্য ও প্রযুক্তি দফতর এবং এনআইটি-আগরতলা, টিআইটি, টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের সাথে মউ স্বাক্ষরিত হয়েছে। ‘ডেস্টিনেশন ত্রিপুরা-ইনভেস্টমেন্ট সামিট-২০২১’-এর উপর প্রথম রোড শো অনুষ্ঠিত হয় গত ১২ নভেম্বর মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেন্ট্রাম হল-এ। ত্রিপুরায় বিনিয়োগের সম্ভাবনাকে খতিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাতে সচিব পি কে গোয়েলের নেতৃত্বে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে গত ১২ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জে নামি শিল্পপতি ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পলিসি অ্যাডভোক্যাসি রিসার্চ সেন্টারের সাথে যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য